হার্ডডিস্ক পার্টিশন করুন এইবার উইন্ডোজ ছাড়া.............

  • আশা করি সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের শিখাব কিভাবে উইন্ডোজ ছাড়া হার্ডডিস্ক পার্টিশন করা যায়। এইটি সম্পুর্ন নিরাপদ এবং খুব অল্প সময়ে করা যায়।
    আমরা যখন নতুন কোন কম্পিউটার বা ল্যাপটপ কিনি তখন ড্রাইভ থাকে মাত্র একটি বা দুটি। তাই অনেক সময় আমাদের একাধিক
    ড্রাইভের প্রয়োজন পরে।ড্রাইভের জন্য এইটা অনেক সহজ পদ্ধতিতো চলুন কাজ শুরু করে দেই
    প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর My
    Computer এ রাইট ক্লিক করে manage এ যান
    এইবার Disk Management-এ ক্লিক করুন।
    যে ড্রাইভটি কে পার্টিশন করে একাধিক ড্রাইভ করতে চান সেই ড্রাইভে ডান বাটন ক্লিক করে Shrink Volume-এ ক্লিক করুন।
    এইবার কোন ধরনের ড্রাইভ বানাতে চান তা লিখুন
    এবার New volume-এ ক্লিক করুন।
    তারপর Next-এ ক্লিক করে ড্রাইভ লেটার দিন।
    ড্রাইভের নাম পরিবর্তন করতে চাইলে তা পরিবর্তন করুন এবং Next-এ ক্লিক করুন।
    ব্যাস আপনার ড্রাইভ তৈরি হয়ে যাবে.
Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name https://hayulbd.blogspot.com/.
Newer Posts Newer Posts Older Posts Older Posts

Comments

Post a Comment