জিপি বর্তমানে অফার দিয়েছে ৭৫ টাকায় ৩০০ মিনিট ৭দিন মেয়াদ। কিন্তু অনেকেই এই সাত দিনে ৩০০মিনিট শেষ করতে পারি না । কিভাবে এই ৩০০মিনিট এর মেয়াদ ৩০ করা যায় আমি আজ সেটাই দেখাবো।
যেভাবে করবেনঃ-
১. আপনার মোবাইলে ১০০টাকা লোড করুন।
২. *১১১*৩০০# এ কল করে গ্রামীণফোন থেকে কনফার্মেশন মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।
৩. কনফার্মেশন মেসেজ এলে *৫৬৬*২২# ডায়াল করে দেখুন আপনি ৩০০ মিনিট পেয়ে গেছেন ৯০টাকায় যার মেয়াদ ৭দিন।
৪. এখন আপনি
http://www.grameenphone.com/flexi-plan এ ভিসিট করে নিচের ছবির মত সিলেক্ট করে ডানপাশে BUY NOW এ ক্লিক করুন।
বিদ্রঃ– আপনি এই সাইট থেকে Internet=4mb সিলেক্ট করে আপনার বর্তমান ইন্টারনেট এর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
৫. BUY NOW বাটনে ক্লিক করলে নিচের ছবির মত নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজ এর নিচের দিকে লক্ষ করে দেখুন নিচে আপনার মোবাইল নম্বর দেওয়ার জন্য একটি বক্স আছে। বক্সে আপনার মোবাইল নম্বর দিন এবং Continue বাটনে ক্লিক করুন। আপনি চাইলে অন্যজনকে এটা গিফট করতে পারেন। নম্বরের বক্স এর পাশে দেখুন Giftএর বক্স এ টিক চিহ্ন দিলে নিচে আরেকটি বক্স আসবে সেটাতে যাকে গিফট করবেন তার নম্বর দিন এবং Continue এ ক্লিক করুন।প্রতিদিন নিত্য নতুন টিপস এর জন্য ভিজিট করুন
hayul bd ব্লগ সাইটে ......
Comments