ললিপপের পর মার্সম্যালো

hayulbd 19 Aug, 2015
মার্সম্যালো নামে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আনছে গুগল। প্রতিষ্ঠানটি শিগগিরই এ সংস্করণটি উন্মুক্ত করবে। বর্তমানে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেমটির নাম ললিপপ বা অ্যান্ড্রয়েড ৫.০। মার্সম্যালো হবে অ্যান্ড্রয়েড ৬.০।
মার্সম্যালো হচ্ছে মূলত চিনির প্রলেপ দেয়া ক্যান্ডিজাতীয় খাবার। গুগলের আগের সংস্করণগুলোর নামও ছিল এ ধরনের খাবারের নামে। যেমন- জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিটক্যাট ও ললিপপ। এরই ধারাবাহিকতায় এল মার্সম্যালো।
0এ প্রসঙ্গে গুগলের পণ্য ব্যবস্থাপক জামাল ইয়াসন বলেন, যেসব অ্যাপ নির্মাতা অ্যাপের উন্নয়ন ও হালনাগাদ করতে চান, তারা এখন এ সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। নতুন এ সফটওয়্যারে যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা ও পাওয়ার সেভিং মুড। এ ছাড়াও অ্যাপ ইনস্টল ও হালনাগাদের ক্ষেত্রে ‘পারমিশনস’ মডেল যুক্ত হচ্ছে।
বর্তমানে বিশ্বে ৮০ শতাংশের বেশি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে।
Thanks For You Reading The Post We are very happy for you to come to our site. Our Website Domain name https://hayulbd.blogspot.com/.

Comments

Post a Comment