মাহে রমজানের মেগা উপহার, ৫টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে উৎযাপিত হোক রমজানের প্রত্যেকটি মূহুর্ত!
পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিমদের
রমজানের প্রত্যেকটি মূহুর্ত অর্থবহ এবং আল্লাহর জন্য নিবেদিত করার নিমিত্তে
কিছু প্রয়োজনীয় স্মার্টফোন অ্যাপ্লিকেশন নিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
মাহে
রমজান মুসলিম বিশ্বের জন্য একটি পবিত্র মাস। অন্য যেকোন মাসের চেয়ে
রমজানের গুরুত্ব অপরিসীম। কারন এই মাসেই নাযিল হয়েছিলো মানবজাতির জন্য
পথপ্রদর্শক এবং বিশ্বের একমাত্র নির্ভুল গ্রন্থ “আল-কোরআন”। রমজান মাসকে
আমরা রহমত মাগফেরাত এবং নাজাতের মাস হিসাবে দেখে থাকি। রমজান হলো
আত্বশুদ্ধি, আত্বগঠন এবং নিজেকে দোজখের আগুন থেকে মুক্তি করার মাস। আমরা
সারাদিন রোজা রেখে আল্লাহর আদেশের প্রতি আমাদের আনুগত্য স্বীকার করি। অধিক
পরিমাণ নেকী অর্জনের জন্য কোরআন তেলাওয়াত, তারাবী এবং বিভিন্ন নফল ইবাদতে
দিন-রাত মশগুল থাকার চেষ্টা করি। কিন্তু বর্তমান সময় হলো প্রযুক্তির যুগ।
আমরা প্রযুক্তির অন্যতম নিদর্শন স্মার্টফোন ছাড়া একমূহুর্তও চলতে পারিনা।
আল্লাহর ইবাদতের জন্য যেমন আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা
আল্লাহর আনুগত্য স্বীকার করি। তেমনি আমাদের প্রিয় স্মার্টফোন গুলোকেও আমরা
ইবাদতের একটি অংশ হিসাবে যুক্ত করতে পারি। আজকের টিউনে আমরা এমন কিছু
স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হবো সেগুলো মাহে রমজানে আমাদের
আত্বগঠন, আত্বশুদ্ধি এবং শতভাগ আল্লাহর ইবাদাতে মশগুল থাকতে সহায়ক হবে।
Ramadan Legacy – মাহে রমজানের পরিপূর্ণ ফিচারড অ্যাপ
Ramadan Legacy
অ্যাপ্লিকেশনটি মাহে রমজান উপলক্ষে কিছুদিন আগে উন্মোক্ত করা হয়েছে। এটি
রমজানের জন্য একটি ফুল ফিচারড অ্যাপ্লিকেশন। আপনি এই অ্যাপ্লিকেশনটির
মাধ্যমে রমজানে আপনার প্রত্যেকটি কর্মকান্ডের হিসাব রাখতে পারবেন। আপনার
কাজের প্ল্যান নির্ধারন করতে পারবেন। এবং দিন শেষে সেগুলো মনিটর করতে
পারবেন। এখানে আপনি নামাজ, তারাবীহ এবং কুরআন অধ্যায়নের পরিপূর্ণ হিসাব
রাখতে পারবেন। সেই সাথে আপনার পরিকল্পনা অনুযায়ী কতোটুকু ইবাদত করতে পারলেন
সেটাও জানতে পারবেন।
রাসুল
(সা:) বলেছেন- ধ্বংস তার জন্য, যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো
না। সুতরাং আমাদের প্রত্যেকটি দিন আগের দিনের চেয়ে মহিমান্বিত করতে এই
অ্যাপ্লিকেশনটির বিকল্প নেই। অ্যাপ্লিকেশনটি আপনাকে প্রত্যেক দিন নির্দিষ্ট
পরিমাণ কোরআন অধ্যয়নের জন্য নির্ধারন করে দিবে। এছাড়াও এর মাধ্যমে আপনি
রমজানের অভিজ্ঞতা সামাজিক সাইটগুলোতে শেয়ার করতে পারবেন।
ডাউনলোডঃ অ্যান্ড্রোয়েড প্লে-স্টোর | ইউজারস-ক্লাউড ডাউনলোড | iOS অ্যাপ্লিকেশনAlQuran – পড় তোমার প্রভুর নামে
সব
ধরনের নফল ইবাদতের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো কোরআন তেলাওয়াত। রমজান
মাসে প্রত্যেকটি কাজের সওয়াব ৭০ থেকে ৭০০ গুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।
রমজান মাসে কোরআন মাজিদ নাযিল হওয়ার কারনে এই মাসে কোরআন তেলাওয়াত করা অনেক
সওয়াবের। AlQuran
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি সম্পূর্ণ কোরআন অর্থসহ তেলাওয়াত করতে
পারবেন। প্রায় ৩০টির বেশি ভাষায় ব্যবহার করার সুবিধাযুক্ত এই
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি কোন আয়াতের ব্যাখ্যা (ইন্টারনেট সার্চ করার
মাধ্যমে) এবং বুকমার্ক সুবিধাও পাবেন।
ডাউনলোডঃ অ্যান্ড্রোয়েড প্লে-স্টোর | ইউজারস-ক্লাউড ডাউনলোড | iOS অ্যাপ্লিকেশন
Al-Muslim – মুসলমানদের আমলনামা
Al-Muslim
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি দৈনিন্দন ফরজ এবং নফল কাজগুলোর শিডিউল
নির্ধারন করতে পারবেন। কোন কোন কাজ সফলভাবে সম্পাদন করতে পারলেন সেটারও
হিসাব রাখতে পারবেন। এখানে আপনার টাস্কলিস্টে থাকা কাজগুলো কতোটা শেষ করতে
পারলেন সেটা চেকমার্ক করে রাখার সুবিধা আছে। আশা করছি অ্যাপ্লিকেশনটি আপনার
দৈনিক আমলনামার মতো কাজ করবে। আল্লাহর কাছে প্রত্যেকটি কাজের হিসাব দেওয়ার
আগে নিজেই নিজের হিসাব নিয়ে দেখেন কেমন লাগে। কারন দিন শেষে
অ্যাপ্লিকেশনটি আপনার কৃতকর্মের প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খ সারসংক্ষেপ
প্রদর্শন করবে।
ডাউনলোডঃ iOS অ্যাপ্লিকেশন
Instadeen – তৈরী করুন বিভিন্ন ইসলামিক কন্টেন্ট
আল্লাহ
তা’য়ালা মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে। এবং তাদের জন্য
সুনির্দিষ্ট করে দিয়েছেন অন্যকে সৎ কাজে আদেশ করা এবং অসৎ পথ থেকে বিরত
রাখার কাজ। মানুষকে ইসলামের পথে আহব্বান করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে
আইন। Instadeen
হলো একটি ফটো এডিটিং এবং শেয়ারিং অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি বিভিন্ন
ইমেজের উপর ইসলালিক বাণী লিখে সেগুলো সামাজিক যোগাযোগ সাইটগুলোতে শেয়ার
করতে পারবেন। ফেসবুক, টুইটার কিংবা ইনস্টগ্রামে এবার ইসলামের সুমহান বাণী
ছড়িয়ে দিন এবং পালন করুন দাওয়াতে দ্বীনের মহান দায়িত্ব।
ডাউনলোডঃ iOS অ্যাপ্লিকেশন
Prayer Times – সময়ের যথাযথ মূল্যায়ণ
Prayer Times
হলো কিবলা নির্ধারন এবং আযানের সময় দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
অ্যাপ্লিকেশন। রমজান মাসে সেহরী ইফতারের সময় এবং যেকোন অপরিচিত জায়গায় সঠিক
কিবলা নির্ধারন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় ২৫১ টি দেশে এই
অ্যাপ্লিকেশনটি নির্ভুল নামাজের সময় এবং কিবলার সঠিক অবস্থান নির্ধারন করতে
পারে। তবে শুধু রমজান নয় সারা বছর প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য
অ্যাপ্লিকেশন সহায়ক ভুমিকা পালন করবে।
ডাউনলোডঃ অ্যান্ড্রোয়েড প্লে-স্টোর | ইউজারস-ক্লাউড ডাউনলোড
Thanks For You Reading The Post
We are very happy for you to come to our site. Our Website Domain name
https://hayulbd.blogspot.com/.
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments