দেখে নিন প্রকৃতির বিষ্ময় অরোরা বা মেরুপ্রভা
এটা হয়তো অনেকের কাছেই অচেনা বা কেউ কেউ টিভিতে দেখেছেন
মেরু অঙ্চলে আকেশে একরকমের রঙের প্রদর্শনী দেখা যায় যার নাম "আরোরা"। চলুন জেনেনিই এর বিজ্ঞানটাঃ-
সূর্য প্রতিনিয়ত চারিদিকে বিভিন্ন চার্জিত কণা নিক্ষেপ করছে,,, যা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু সৌভাগ্যের ব্যাপার হলো যে আমাদের পৃথিবীর রয়েছে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ট যা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে প্রবেশ করেছে।
ন
সূর্য থেকে যখন এসকল আয়নিত কণা পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন এগুলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ট এর দ্বারা বাঁধা প্রাপ্ত হয়। তাই তা প্রবেশ করতে পারে না। কিন্তু মেরু অঙ্চলে যেখানে ম্যাগনেটিক ফিল্ট পৃথিবীর একদম ভেতরে প্রবেশ করে গেছে সেখানে এই আয়নিত কণাগুলো প্রবেশের সুযোগ পায়।

আয়নিত কণাগুলো যখন মেরু অঙ্চলে প্রবেশ করে এবং এই অঙ্চলের বায়ুমন্ডলে অবস্থিত নাইট্রজেন ও অক্সিজেন কে আঘাত করে তখন এই নাইট্রজেন ও অক্সিজেন এর পরমাণু উত্তেজিত হয় এবং এর উপরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো আরও উপরের স্তরে চলেযায় এবং কিছুক্ষণ পরেই শক্তি বিকীরণ করে আগের অবস্থায় ফিরে আসে। এই বিকীরিত শক্তিই হলো আমাদের দৃশ্যমান আলো।
এই আলো বেশ কিছু রঙ এর হয়ে থাকে। তবে তবে আমাদের চোখে সবুজ আলোর দৃশ্যমানতা বেশি হওয়ার কারণে সবুজআভাব আলোই বেশি দেখাযায়। যারফলে মেরু অঙ্চলে আকাশে এরকম আলোর প্রদর্শনী দেখাযায় এটাই "আরোরা" নামে পরিচিত।
মেরু অঙ্চলে আকেশে একরকমের রঙের প্রদর্শনী দেখা যায় যার নাম "আরোরা"। চলুন জেনেনিই এর বিজ্ঞানটাঃ-
সূর্য প্রতিনিয়ত চারিদিকে বিভিন্ন চার্জিত কণা নিক্ষেপ করছে,,, যা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু সৌভাগ্যের ব্যাপার হলো যে আমাদের পৃথিবীর রয়েছে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ট যা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে প্রবেশ করেছে।
সূর্য থেকে যখন এসকল আয়নিত কণা পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন এগুলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ট এর দ্বারা বাঁধা প্রাপ্ত হয়। তাই তা প্রবেশ করতে পারে না। কিন্তু মেরু অঙ্চলে যেখানে ম্যাগনেটিক ফিল্ট পৃথিবীর একদম ভেতরে প্রবেশ করে গেছে সেখানে এই আয়নিত কণাগুলো প্রবেশের সুযোগ পায়।
আয়নিত কণাগুলো যখন মেরু অঙ্চলে প্রবেশ করে এবং এই অঙ্চলের বায়ুমন্ডলে অবস্থিত নাইট্রজেন ও অক্সিজেন কে আঘাত করে তখন এই নাইট্রজেন ও অক্সিজেন এর পরমাণু উত্তেজিত হয় এবং এর উপরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো আরও উপরের স্তরে চলেযায় এবং কিছুক্ষণ পরেই শক্তি বিকীরণ করে আগের অবস্থায় ফিরে আসে। এই বিকীরিত শক্তিই হলো আমাদের দৃশ্যমান আলো।
এই আলো বেশ কিছু রঙ এর হয়ে থাকে। তবে তবে আমাদের চোখে সবুজ আলোর দৃশ্যমানতা বেশি হওয়ার কারণে সবুজআভাব আলোই বেশি দেখাযায়। যারফলে মেরু অঙ্চলে আকাশে এরকম আলোর প্রদর্শনী দেখাযায় এটাই "আরোরা" নামে পরিচিত।
Thanks For You Reading The Post
We are very happy for you to come to our site. Our Website Domain name
https://hayulbd.blogspot.com/.
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments